১৯ জুলাই থেকেই নিয়মিত বসবে ভার্চুয়াল আপিল বেঞ্চ
১৪ জুলাই ২০২০ ১৫:৩৭ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৮:০৪
ঢাকা: আগামী ১৯ জুলাই রোববার থেকে সপ্তাহে পাচঁ দিনই বসবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।
মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাচঁ কার্য দিবসই বসবে আপিল বিভাগ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আপিল বেঞ্চে বিচার কাজ চলবে।
এর আগে গত রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সপ্তাহে দুই দিন বসবে আপিল বেঞ্চ।
গত ১৩ মার্চ থেকে সুপ্রিমকোর্টে ছুটি শুরু হয়। এরপর করোনার কারণে ২৬ মার্চ থেকে সারাদেশের সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এ কারণে বিগত চার মাস ধরে বন্ধ ছিল আপিল বিভাগের বিচার কাজ।
এরপর ১১ মে থেকে ভার্চুয়ালি অধস্তন আদালতসহ হাইকোর্টের কয়েকটি বেঞ্চে জরুরি মামলার শুনানি শুরু হয়। এরপর চেম্বার আদালতে বিচার শুরু হয়। সর্বশেষ আপিল বিভাগের দরজাও খুলে যায়।