Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্মার্ট ল্যাম্পপোল’ চালু করলো ইডটকো বাংলদেশ


১৩ জুলাই ২০২০ ১৬:৪২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় ‘স্মার্ট ল্যাম্প পোল’ স্থাপন করলো ‘ইডটকো বাংলাদেশ’। স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতিকালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই ‘স্মার্ট সিটি ফিচার’ চালু করা হলো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে-এর উদ্বোধন করেন।

পরীক্ষামূলক এই উদ্যোগটি সফল হলে ২০২১ সালের মধ্যে ঢাকা উত্তরজুড়ে আরও প্রায় ২০০-২৫০টি স্থানে এরকম স্মার্ট সল্যুশন স্থাপন করার পরিকল্পনা রয়েছে তাদের।

সমন্বিত এই সল্যুশনটি বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা, নিরাপত্তা নজরদারী (ঐচ্ছিক), আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্মার্ট বিন, রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং প্রদান করা ছাড়াও কমিউনিটি মেসেজ প্রদানেরক্ষেত্রে ‘ডিজিটাল সাইনেজ’ হিসাবে কাজ করবে, যা মূলত আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করবে।

এ সময় বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমদসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফাইবার অ্যাট হোম, সেবা (আইএসপি) ও অন্যান্য টেলিকম অপারেটরদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকাকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমবারের মতো এ ধরনের স্মার্ট সিটি সল্যুশন গড়ে তোলার মাধ্যমে সামাজিক এবং বেসামরিক সেবার ক্ষেত্রে নগরবাসীকে একটি নতুন এবং উন্নত প্লাটফর্ম প্রদান করতে পেরে আমরা আনন্দিত। পরীক্ষামূলক এই উদ্যোগটি সফল হলে ২০২১ সালের মধ্যে ঢাকা উত্তরজুড়ে আরও প্রায় ২০০-২৫০টি (আনুমানিক) জায়গাতে আমরা এরকম স্মার্ট সল্যুশন স্থাপন করবো। চমৎকার নেটওয়ার্ক সংযোগ সুবিধা প্রদানের পাশাপাশি নাগরিক সুবিধার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করায় এই উদ্যোগটির লক্ষ্য। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ।’

বিজ্ঞাপন

আলোচনায় মেয়র জানান, নিকেতন, গুলশান ও বনানীতে ইন্টারনেটের লাইন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করতে হবে। এজন্য বিটিআরসির সহযোগিতা চান তিনি।

উত্তর সিটি স্মার্ট স্মার্ট ল্যাম্প

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর