৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা
৯ জুলাই ২০২০ ২০:৩৫ | আপডেট: ১০ জুলাই ২০২০ ০০:৩২
ঢাকা: ৮ জুলাই থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সবধরনের ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে একথা জানিয়েছে কাতার এয়ারওয়েজ।
কাতার এয়ারওয়েজ আরও জানিয়েছে, শুধু বাংলাদেশি নয়, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবে না। এদিকে গতকাল বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের ইতালিতে প্রবেশ করতে দেয়নি দেশটি।
এর আগে করোনা ভাইরাসের কারণে দেশটিতে ভ্রমণ করতে যাওয়া নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি। সর্বশেষ দেশটি বিদেশিদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা ৩ জুন তুলে নেয়। এরপর আবার এই নিষেধাজ্ঞার খবর এলো। অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণে দেশটি সর্বোচ্চ ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে বলে জানা গেছে।