সংবিধান লঙ্ঘনের শাস্তি মারাত্মক, উপনির্বাচন পেছানোর সুযোগ নেই
৭ জুলাই ২০২০ ১৪:২৮ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৮:১৩
ঢাকা: আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন পেছাতে বিএনপির করা দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নিজ দফতরে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।
আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ভোট না করলে রাষ্ট্রের যেকোনো ব্যক্তি সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা করতে পারে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘সংবিধান লঙ্ঘনের শাস্তি খুব মারাত্মক, মৃত্যুদণ্ডও হতে পারে। কাজেই এ দায়িত্ব আইন মন্ত্রণালয়ও নেবে না, কমিশনও নেবে না, কেউ নেবে না।’
ইসি সচিব আরও বলেন, ‘বিএনপি তাদের আবেদনে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। কিন্তু তারা একথা খুব ভালো করেই জানেন, যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কেননা এখন নির্বাচন পেছালে সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা যাবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, “কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। দৈব দুর্বিপাকের কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও নব্বই দিন সময় নিতে পারে। সেই সময়ও পার হয়ে গেলে সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। আসন দু’টিতে যথাক্রমে মেয়াদ শেষ হবে ১৫ জুলাই ও ১৮ জুলাই। কোনো পক্ষ যাতে আঙ্গুল তুলতে না পারে, সেজন্য কমিশন সুপ্রিম কোর্টের কাছে যেতে চেয়েছিল। এজন্য আইন মন্ত্রণালয়ের মতামতও নেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর আর সময় বাড়ানোর সুযোগ নেই। আর সুপ্রিম কোর্টে গেলে শুনানি হবে, এছাড়া অন্যান্য প্রক্রিয়ার জন্য যে সময়ের প্রয়োজন সেটাও হাতে নেই। তাই আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী কমিশন ১৪ জুলাই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।’