Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির কর্মচারি কলোনি ‘লকডাউন’


২ জুলাই ২০২০ ১৫:৪৭

চট্টগ্রাম ব্যুরো: এক কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারিদের কোয়ার্টার ১৪ দিনের জন্য অবরুদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে লকডাউন কার্যকর হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইঁয়া।

প্রক্টর বলেন, ‘করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের কোয়ার্টার শোভা কলোনি ১৪ দিনের জন্য অবরুদ্ধ করা হয়েছে। ওই এলাকার সর্বসাধারণের চলাচল সীমিত করতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্যও কলোনিবাসীদের বলা হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেইট অবরুদ্ধ থাকবে। মেইন গেইট দিয়ে চলাচলে নিয়ন্ত্রণে থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক লোকজন ছাড়া অন্য কেউ নির্দিষ্ট কারণ ছাড়া প্রবেশ করতে পারবে না।’

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এক জরুরি সভায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চবি মেডিকেল সূত্রে জানা গেছে, ওই কলোনিতে মঙ্গলবার ( ৩০ জুন) একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ার পর তার পরিবার সবাই নমুনা দিয়েছে। কলোনি থেকে বর্তমানে দুজন রোগী চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, অবরুদ্ধ করা কর্মচারিদের কোয়ার্টার শোভা কলোনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে অবস্থিত।

১৪ দিন কর্মচারি কলোনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর