Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৩১ অভিবাসী নিহত


২৬ নভেম্বর ২০১৭ ০৪:৩১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২২

মৃতদেহ লিবিয়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে। ছবি: রয়টার্স

সারাবাংলা ডেস্ক

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩১ জন অভিবাসী নিহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ভূমধ্যসাগর অতিক্রম করার সময় দুটি নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

উদ্ধারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ৬০ জনকে এবং অপর নৌকা থেকে ১শ’ ৪০ জনকে জীবিত উদ্ধার করে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বের শহর গারাবুলির উপকূলীয় এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে।

লিবিয়ার কোস্টগার্ডের কর্নেল আবু আজালা আব্দেলবারি বলেছেন, আমাদের পৌঁছানোর আগেই ডিঙ্গি নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, আমরা সাহায্যের জন্য সংকেত পাওয়ার পর সেখানে যেয়ে দেখি ডিঙ্গিটি ধরে কিছু লোক ভেসে আছে। আর অন্যদের মৃতদেহ পানিতে ভাসছে।

বছরের এই সময়টা সমুদ্র শান্ত থাকার সুযোগ নিয়ে বহু অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার লিবিয়ার কোস্টগার্ড প্রায় ২শ’ ৫০ জনকে উদ্ধার করে। এর আগে মঙ্গলবার ইতালির কোস্টগার্ড এক হাজার একশ লোককে উদ্ধার করে।

ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় এ বছর প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৩১ অভিবাসী নিহত লিবিয়া উপকূলে নৌকাডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর