ধনীদের ‘টপ থ্রি’ থেকে ছিটকে গেলেন জুকারবার্গ
২৯ জুন ২০২০ ০৪:০৮ | আপডেট: ২৯ জুন ২০২০ ১৩:৪৯
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ বৈশ্বিক ধনীদের ‘টপ থ্রি’ থেকে ছিটকে গেছেন। জেফ বেজোস, বিল গেটসের সঙ্গে এখন ওই তালিকায় যুক্ত হয়েছেন ফরাসী ধনকুবের বার্নাড আরনোল্ট। খবর ব্লুমবার্গ।
এদিকে, শীর্ষস্থানীয় করপোরেশনগুলো ফেসবুক থেকে বিজ্ঞাপণ বয়কটের ঘোষণা দেওয়ার পর প্রায় সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফেসবুক করপোরেশন।
এ ব্যাপারে ব্লুমবার্গ জানিয়েছে, শীর্ষস্থানীয় বিপণন করপোরেশন ইউনিলিভার ফেসবুকে বিজ্ঞাপণ বয়কটের ঘোষণা দেওয়ার পর শেয়ার বাজারে ৮.৩ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে ফেসবুকের।
অন্যদিকে ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স জানাচ্ছে, শেয়ারবাজারে ওই দরপতনের কারণে মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে ৮২.৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ কারণেই বৈশ্বিক ধনীদের ‘টপ থ্রি’ তালিকা থেকে ছিটকে গেলেন মার্ক জুকারবার্গ। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন ফরাসী ধনকুবের বার্নাড আরনোল্ড।
জেফ বেজোস ফেসবুক বিল গেটস ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স মার্ক জুকারবার্গ