Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে ‘বিএনপি ফরমেটে’ মুহিনের গান


২৮ জুন ২০২০ ২১:৩০

ঢাকা: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ লড়াইয়ে যুক্ত। এই লড়াইয়ে পিছিয়ে নেই কণ্ঠ শিল্পীরাও। করোনা জয় করার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে অসংখ্য গান, সৃষ্টি হয়েছে অসংখ্য পংক্তি। এই ধারায় নতুন সংযোজন হয়েছে ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী মুহিন খানের একটি গান।

‘দেশ ও জাতির ক্রান্তিকালে তোমরাই তো বীর যোদ্ধা/তোমাদের প্রতি তাই সাদরে জানাই বিনম্র শ্রদ্ধা’— এমন কথামালার মাধ্যমে মূলত করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয়েছে মুহিন খানের গানে। এটির ভিডিওচিত্র নির্মাণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

গানটির নির্মাণের সঙ্গে যুক্তরা বলছেন, শিল্পী মুহিন খানের কণ্ঠে চিকিৎসকদের সম্মানে নির্মিত গানটির ভিডিওচিত্র শুরু হয়েছে লন্ডন থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া তারেক রহমানের বক্তব্য দিয়ে। এরপর একে-একে জুড়ে দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেক নেতার ছবি।

এ বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার বাসার উদ্দেশে রওনা দেওয়ার একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে গানটিতে। আছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ আর দরিদ্র মানুষদের ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের কিছু স্থিরচিত্র।

দলের নেতাকর্মীরা মনে করছেন, চলমান মহামারিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা সবার কাছে পৌঁছে দিতে মুহিন খানের বিশেষ এই গানটি সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

এর আগেও এ ধরনের গান ও ভিডিও তৈরি করেছে বিএনপি। নির্বাচনি প্রচার, সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, খালেদা জিয়া ও তারেক রহমানের কারাবাস-কারামুক্তি দিবসসহ নানা ইস্যুতে তৈরি হয়েছে সেগুলো। আর সেসব গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, বেবি নাজনীন ও নাসিরসহ দেশের খ্যাতনামা কয়েকজন কণ্ঠশিল্পী।

মুহিন খানের গানটি নির্মাণে দিকনির্দেশনা দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ ডালিম ডোনার। অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সহযোগিতায় গানটির ভিডিও নির্মাণের পরিকল্পনা করেছেন ডা. মুহাম্মদ আমান উল্ল্যাহ, সার্বিক তত্বাবধানে ছিলেন এ এফ এম তারেক মুন্সি।

গান প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘এ গানটি ইতিবাচক চিন্তা থেকে করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে সমাজের সকল পেশার মানুষ মোকাবিলা করতে সংগ্রাম করছে। তাদের উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি করার মানসিকতা থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন এ গান ও ভিডিওচিত্রটি তৈরি করেছে।’

করোনা গান টপ নিউজ বিএনপি মুহীন