Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা


২৬ জুন ২০২০ ০৩:১৩ | আপডেট: ২৬ জুন ২০২০ ০৪:১১

নাটোর: নাটোরে নিচাবাজার চৌধুরীপাড়ায় মুক্তিযোদ্ধা মাজেদ খান চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাতে তার নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি করার সময় দেখে ফেলায় জাহানারা চৌধুরীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জানালা ভেঙ্গে পালিয়ে যায় চোর। জাহানারা চৌধুরীর শরীরে ৯টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জাহানারা চৌধুরী হত্যা ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামিকে গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে।

এদিকে মাজেদ খানের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে স্থানীয় সোহান নামের একজন চুরি করার উদ্দেশে ওই বাসায় ঢুকেন। এক পর্যায়ে জাহানারা চৌধুরীর কক্ষে ঢুকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় তার ঘুম ভেঙ্গে যায়। এসময় সোহান জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাত করে জানালার গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়। পরে বাড়ির বাসিন্দাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে জাহানারা চৌধুরীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুর আগে জাহানারা চৌধুরী হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তিনি সোহানকে শনাক্ত করেন।

নাটোর হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর