স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনায় আক্রান্ত
১৯ জুন ২০২০ ২৩:১৩ | আপডেট: ২০ জুন ২০২০ ১০:৫৩
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজেই তিনি সারাবাংলাকে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, কয়েক দিন আগে জ্বর হয়েছিল, তাই তিন দিন আগে নমুনা পরীক্ষা করাতে দেই। গতকাল রাতে আমার রিপোর্ট এসেছে আমি করোনা পজিটিভ।
তিনি আরও বলেন, ‘পজিটিভ রিপোর্ট আসার পর আমি বাসায় আইসোলেশনে আছি। অন্য কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। ভালো আছি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী গরম পানি পান করছি, ভাপ নিচ্ছি। ভিটামিন সি খাচ্ছি। আর অন্যান্য ওষুধ যেগুলো বলছেন সেগুলো খাচ্ছি।’
বাসার অন্য কেউ আক্রান্ত কি না জানতে চাইলে বলেন, ‘না। এখন পর্যন্ত সবাই ভালো আছে। আমি আলাদা রুমে আইসোলেশন মেইনটেইন করছি। আমার জন্য আশীর্বাদ করবেন।