মাদ্রিদে গেলেন ২৭৩ প্রবাসী বাংলাদেশি
১৯ জুন ২০২০ ১২:০৮
ঢাকা: বাংলাদেশে এসে করোনাভাইরাসের পরিস্থিতিতে আটকে পড়া ২৭৩ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে স্পেনের মাদ্রিদে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইট।
শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে বিশেষ এই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার।
তিনি জানান, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশে এসে তারা করোনাভাইরাসের কারণে আটকা পড়েছিলেন। স্বাস্থ্যবিধি মেনেই তাদের নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ এয়ারলাইন্স।
আটকে পড়া প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাস চার্টার্ড ফ্লাইট টপ নিউজ প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাদ্রিদ