৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, প্রতিবেশি বৃদ্ধ গ্রেফতার
১৮ জুন ২০২০ ১০:৪৩ | আপডেট: ১৮ জুন ২০২০ ১১:২১
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত মামুনুর রশিদ জুপিটারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাতে উপজেলার চেচঁড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুনুর রশিদ জুপিটার চেচঁড়া গ্রামের তায়েব উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) দুপুরে চেচঁড়া গ্রামে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এমন সময় প্রতিবেশি বৃদ্ধ মামুনুর রশিদ জুপিটার বাড়ির পাশের পুকুর পাড়ের একটি ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় বৃদ্ধ জুপিটার সেখান থেকে সরে পড়ে।
পরে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশি মামুনুর রশিদ জুপিটারের বিরুদ্ধে শিশুটির দাদি বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার পর এদিন রাতেই জুপিটারকে গ্রেফতার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।