Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে সিভাসু কর্মকর্তার মৃত্যু


১৭ জুন ২০২০ ১৯:৫৫ | আপডেট: ১৭ জুন ২০২০ ২০:০৫

চট্টগ্রাম ব্যুরো: শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে সংক্রমণের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব মাসুম।

মৃত মোস্তফা কামাল (৪১) সিভাসু’র হাটহাজারী ক্যাম্পাসে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

জেনারেলর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানিয়েছেন, মোস্তফা কামাল আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সিভাসুর উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) খলিলুর রহমান জানিয়েছেন, অসুস্থবোধ করায় গত সোমবার (১৫ জুন) মোস্তফা কামালকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে ফিল্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ঘণ্টাদুয়েক তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউ সাপোর্টে নিয়ে যাওয়া হয়।

গত রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনো আসেনি বলে জানিয়েছেন খলিলুর রহমান।

উপসর্গ নিয়ে মৃত্যু করোনা উপসর্গ সিভাসু সিভাসু কর্মকর্তা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর