Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকায় নতুন দূত নুরে হেলাল সাইফুর রহমান


১৬ জুন ২০২০ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কূটনীতিক নুরে হেলাল সাইফুর রহমানকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে করাচিতে বাংলাদেশ মিশনের উপ হাই কমিশনার পদে কাজ করছেন।

মঙ্গলবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

জানা গেছে, কূটনীতিক নুরে হেলাল সাইফুর রহমান বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) এর পররাষ্ট্র ১৫তম ব্যাচের কর্মকর্তা। ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতের বাংলাদেশ মিশনের একাধিক পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব শেষ করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যের ওপর নুরে হেলাল সাইফুর রহমান উচ্চতর পর্যায়ের ডিগ্রি নিয়েছেন। পাশাপাশি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও নিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এমআইটির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট প্রোগামে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো