করোনায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যু
১৫ জুন ২০২০ ০৪:০৯ | আপডেট: ১৫ জুন ২০২০ ১৩:৩৩
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
সোমবার (১৫ জুন) ভোর রাতে তিনি মারা যান বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ছেলে ডা. আরমান আহমেদ শিপলু। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ নেতা কামরান।
এর আগে, ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন বদর উদ্দিন কামরান। গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।