Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে মা-বাবার কবরের পাশে সমাহিত হলেন ধর্ম প্রতিমন্ত্রী


১৪ জুন ২০২০ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ: জেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সমাহিত করা হয়েছে। রোববার (১৪ জুন) বাদ আসর কেকানিয়া মাদরাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে গার্ড অব অনার শেষে আল মারকাজুল ইসলামের প্রশিক্ষিত কর্মীরা প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন করে।

জানাজা ও দাফনে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ অন্যান্য নেতা, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে লাশবাহী গাড়িতে প্রতিমন্ত্রীর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

আরো