Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম গঠিত


১৪ জুন ২০২০ ০৪:০৮ | আপডেট: ১৪ জুন ২০২০ ১৩:৩২

দেশের শ্রমজীবী মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো, তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা এবং বিপ্লবী পার্টি গড়ে তোলার অভ্যন্তরীণ সংগ্রাম পরিচালনার জন্য একটি ‘কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম’ গঠন করেছে বাসদ (মার্কসবাদী)।

শনিবার (১৩ ‍জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীকে সমন্বয়ক করে ৩৯ সদস্যের এই ফোরামটি বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ও রাষ্ট্রীয় চরম অব্যবস্থাপনার ফলে জনজীবন আজ বিপর্যস্ত। এ পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াতে হবে, তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে বিপ্লবী পার্টি গড়ে তুলতে হবে। সে কারণেই এই পাঠচক্র ফোরাম গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড -১৯ সংক্রামণ পরিস্থিতির আগেই বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী ও কেন্দ্রীয় নির্বাচিত ফোরামের ১৬ জন সদস্য বাংলাদেশে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে একটি নতুন বিপ্লবী দল গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছিলেন। বিদ্যমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে তা শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তাও বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতির মধ্যেই দল গড়ে তোলার প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে সারাদেশের অসংখ্য কর্মী-সমর্থক-দরদীদের সঙ্গে মতবিনিময় ও আলাপ-আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব নতুন পার্টি প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

পাঠচক্র ফোরাম বাসদ (মার্কসবাদী)

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর