নবম শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর হত্যা
১৩ জুন ২০২০ ০২:১০ | আপডেট: ১৩ জুন ২০২০ ০২:৩৭
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ওই শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটির বাবা দুরারোগ্য একটি ব্যধিতে আক্রান্ত। চিকিৎসার জন্য তাকে নিয়ে মেয়েটির মা ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার বিকেলে স্থানীয়রা মেয়েটিকে অচেতন অবস্থায় দেখতে পায়। ডাকলেও সাড়াশব্দ না পেলে তারা বুঝতে পারেন মেয়েটি মারা গেছে এবং তার ওপর নির্যাতন করা হয়েছে। তারা ধারণা করেন, মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মোছলেহ্ উদ্দিন জানান, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।