Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২৬৬ বস্তা সরকারি চাল জব্দ, ২ গুদাম সিলগালা


৮ জুন ২০২০ ২১:৩৫ | আপডেট: ৮ জুন ২০২০ ২১:৫৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর দুই গুদাম থেকে ১২৬৬ বস্তা সরকারি অবৈধ চাল জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গুদাম দু’টি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার (৮ জুন) সাতগাড়ী এলাকার চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের দুই গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে। কমিটিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামকে সদস্য রাখা হয়েছে। তিনকর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম জানান, রোববার রাতে নজরুল ইসলামের দুই ‍গুদামের একটিতে ছয়শ ও আরেকটিতে ছয়শ ৬৬ বস্তা সরকারি চাল ট্রাকে করে এনে রাখা হয়। খাদ্য অধিদফতরের ৩০ কেজি ওজনের প্রতিটি চালের বস্তার গায়ে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদফতরের একটি দল সেখানে উপস্থিত হয়ে তার প্রমাণ পায়।

রেজাউল ইসলাম জানান, গুদামে সরকারি চাল থাকার বিষয়ে গুদাম মালিক নজরুল বলেন, আলমডাঙ্গা উপজেলার চালকল মালিক গৌতম ও অশোক এসব চালের প্রকৃত দাবিদার। তারা মেহেরপুর জেলার গাংনী উপজেলা খাদ্য গুদাম থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছেন। নজরুলের কথায় অসঙ্গতি পেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান গুদাম দু’টি সিলগালা করে দেন।

গুদাম সিলগালা চাল জব্দ তদন্ত কমিটি সরকারি চাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর