বাপ্পা’র উপস্থিতিতে জমজমাট ইয়ামাহা রাইডার্স ক্লাবের ঈদ লাইভ
২৭ মে ২০২০ ২২:৫২ | আপডেট: ২৮ মে ২০২০ ০২:৩৩
করোনাভাইরাসের এই সময়ে ঘরে বসেই ঈদ আয়োজন মাতিয়ে তুলতে এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব। ‘ঈদ মিউজিক্যাল নাইট’ শিরোনামের অনুষ্ঠানে তারা ফেসবুক লাইভে সংযুক্ত করেছিল জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারকে। অনুষ্ঠানে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের অনুরোধে বাপ্পা মজুমদার তার জনপ্রিয় সব গান পরিবেশন করেন।
মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত এই বিশেষ গানের অনুষ্ঠানটি ইয়ামাহা রাইডার্স ক্লাবের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ ছাড়াও ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের স্পন্সর ছিল ইয়ামাহা, অনলাইন পার্টনার ছিল বাইক বিডি ও দেশি বাইকার নামে দু’টি অনলাইন বাইক পোর্টাল।
ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) মূলত ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। দেশব্যাপী ৪৫ হাজারেরও বেশি সদস্য রয়েছে এই কমিউনিটিতে।