Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সিম ব্যাংকের এমডিকে গুলি-নির্যাতনের অভিযোগে মামলা


২৭ মে ২০২০ ১২:০৯ | আপডেট: ২৮ মে ২০২০ ০১:০১

ঢাকা: এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে আসামি করা হয়েছে।

বুধবার (২৭ মে) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘গত ৭ মে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বাদির লিখিত অভিযোগ পেয়ে গত ১৯ মে মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় উল্লেখিত দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ মে আসামিরা এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে বন্ধকি সম্পত্তি পরিদর্শন করার জন্য ডেকে নিয়ে যায়। এর পর সেখানে সম্পত্তির মূল্য কম দেখানোয় ওই দুজনকে গুলি ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এমনকি বনানীর একটি বাসায় জোর করে আটকে রেখে তাদের নির্যাতনও করা হয়। পরে একটি সাদা কাগজে ওই দুজনের কাছ থেকে সই নেওয়া হয় বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে।

এক্সিম ব্যাংক এমডি মামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর