Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপিং করতে গিয়ে লাশ হয়ে ফিরলো ছেলেটি


২২ মে ২০২০ ২১:৩৭ | আপডেট: ২৩ মে ২০২০ ০৯:৫৮

ঢাকা: রাজধানীর সবুজবাগের বাগপাড়া এলাকায় নাদির হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক বাসা থেকে আড়াই হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে ওই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নাদিরের বড় বোন শিউলি আক্তার জানান, নাদির পেশায় কিছু করত না। বিকেলে বাসা থেকে আড়াই হাজার টাকা নিয়ে শপিং করতে যায়। তারপর আর বাসায় ফেরেনি। পরে সংবাদ পায় কে বা কারা নাদিরকে কুপিয়ে আহত করেছে।

শিউলি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি নাদিরের মৃতদেহ দেখতে পান। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

কে বা কারা নাদিরকে হাসপাতালে নিয়ে এসেছে তাও জানেন না শিউলি। নাদিরের কাছে থাকা আড়াই হাজার টাকা ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়নি।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন সারাবাংলা বলেন, ‘ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কুপিয়ে হত্যা ঢাকা মেডিকেল শপিং সবুজবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর