Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈদে মৃত্যুদূত হয়ে বাড়ি যাবেন না, যে যেখানে আছেন সেখানেই থাকুন’


১৯ মে ২০২০ ১৪:২৮ | আপডেট: ১৯ মে ২০২০ ১৬:৪৪

ঢাকা: ঈদে করোনার ঝুঁকি নিয়ে মৃত্যুদূত হয়ে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, যে যেখানে আছেন সেখানেই থাকুন। শপিং করার সময়ও সতর্ক থাকবেন। মনে রাখবেন, যেন এটাই জীবনের শেষ শপিং না হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগে পুলিশলাইন অডিটোরিয়ামে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারিতে আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘শপিংয়ের জন্য দোকানগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি। এসব বিষয়ে সরকার নির্দেশ জারি করেছেন; যাতে মার্কেটগুলোতে শপিং নিরাপদ হয়। আমরা শপিংয়ের বেলায় একটি কথাই উচ্চারণ করছি- স্বাস্থ্যবিধি যেগুলো আছে, সুরক্ষা বিধি যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে।’

আইজিপি বলেন, ‘এক্ষেত্রে মার্কেট সমিতি মানবেন। সেলস পারসন মানবেন। ক্রেতা মানবেন। সবাই এসব স্বাস্থ্যবিধি মেনেই শপিং করবেন। ৫ দোকান দেখে, ১০ দোকান দেখে এক দোকানে শপিংয়ের যে কালচার আমাদের আছে সেটা পরিহার করাই ভালো।’

বেনজীর আহমেদ আরও বলেন, ‘করোনায় মৃত্যু কিন্তু সত্যচোখা, এটা কোনো জুজুর ভয় নয়। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, সেটা বিক্রেতা-ক্রেতা উভয়ই মেনে চলবেন। আমরা যদি এগুলো মেনে চলি তাহলে বৈশ্বিক এই দুর্যোগ থেকে জাতিকে, দেশকে, জনগণকে তুলনামূলকভাবে রক্ষা করতে পারব।’

মার্কেটগুলোতে ক্রেতা ও বিক্রেতাকে ক্রয়-বিক্রয়ের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন আইজিপি। এ সময় তিনি দায়িত্বহীন আচরণের মধ্য দিয়ে জাতিকে ঝুঁকির মধ্যে না ফেলতে জনগণের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইজিপি ঈদ করোনা টপ নিউজ ড. বেনজীর আহমেদ বাড়ি মৃত্যুদূত