পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক কাল
১৬ মে ২০২০ ১৮:৫০
ঢাকা: প্রধানমন্ত্রী এবং স্পিকারের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামীকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক বসবে সংসদে। শনিবার (১৬ মে) বৈঠক আহ্বান সংক্রান্ত সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে করোনা পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের কী ধরণের সেবা দিয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে বলে জানা গেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সংসদীয় কমিটিগুলো একেবারে চুপচাপ রয়েছে। তখন থেকে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। করোনা প্রাদুর্ভাবের আগে থেকে কয়েকটি কমিটির বৈঠকের সময় নির্ধারণ থাকলেও তা বাতিল করা বা স্থগিত করা হয়।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন ও বাতিল করা হয়। পরে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল এক ঘণ্টার জন্য সংসদ অধিবেশন ডাকা হয়।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, সংসদীয় কমিটির সদস্যদের তাদের ব্যক্তিগত সহকারী সঙ্গে আনতে মানা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের শুধু আবশ্যক কর্মকর্তাদের বৈঠকে আসতে বলা হয়েছে।