Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে মার্কেটে উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব মানছে না কেউ


১১ মে ২০২০ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: সরকারি নির্দেশনা অনুযায়ী নাটোরে দোকান-পাট ও বিপনী বিতান খোলার দ্বিতীয় দিনে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। দোকানপাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা থাকলেও কেউই মানছে না সেসব। স্বাস্থ্যবিধি মানার কোনো গরজই কারও মধ্যে দেখা যায়নি।

রোববার (১১ মে) নাটোর শহরের মন্দির মার্কেট, সাদেক কমপ্লেক্স, উত্তরা সুপার প্লাজাসহ শহরের সব কয়টি মার্কেটে ঘুরে এসব দেখা যায়। তবে কিছু কিছু দোকানে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, সকালে বাজার পরির্দশন করেছেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা না হলে দোকানপাট বন্ধের হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন