অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচে স্থানান্তর
৭ মে ২০২০ ২৩:২২
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। বিকেলে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সদস্য ও মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।
তিনি জানান, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। কৃত্রিমভাবে অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। যেহেতু উনার বয়স হয়েছে এবং তিনি কোভিড-১৯ আক্রান্ত তাই তাকে সিএমএইচে নেওয়া হয়েছে।
এর আগে, কোভিড-১৯ উপসর্গ নিয়ে রোববার (৩ মে) সন্ধ্যায় এ হাসপাতালেই ভর্তি করা হয় অধ্যাপক মুনতাসীর মামুনকে। সোমবার (৪ মে) অধ্যাপক মুনতাসীর মামুনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।