বড়পুকুরিয়া কয়লা খনির এমডি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
৭ মে ২০২০ ০১:২৭ | আপডেট: ৭ মে ২০২০ ০১:৩১
ঢাকা: বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপক মো. মামুন বুধবার (৬ মে) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রকৌশলী কামরুজ্জামান আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি এখন দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
মো. মামুন জানান, প্রকৌশলী কামরুজ্জামান এর আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানেই স্থানান্তর করা হতে পারে।
এমডি প্রকৌশলী কামরুজ্জামান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন বড় পুকুরিয়া কয়লা খনি