Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে সাঈদীর মুক্তি চাওয়া মাদরাসা অধ্যক্ষ গ্রেফতার


৫ মে ২০২০ ১৩:৪১ | আপডেট: ৫ মে ২০২০ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মাদরাসার এক অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ মে) গভীর রাতে নিজ বাড়ি থেকে সীতাকুণ্ড পৌরসভার যুবাইদিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ নুরুল কবিরকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ সারাবাংলাকে বলেন, ‘নুরুল কবিরের বাড়ি মাদরাসার পাশে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

গত ১ মে নুরুল কবির ফেসবুকে পোস্ট দিয়ে রমজান মাসে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। পরে তিনি পোস্ট সরিয়ে নেন। কিন্তু পোস্টের স্ক্রিনশট দিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনার পর সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দীন বাদি হয়ে নুরুল কবিরের বিরুদ্ধে থানায় মামলা করেন।