Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ওমান থেকে ফিরলেন ২৮৯ বাংলাদেশি


৩০ এপ্রিল ২০২০ ২৩:২১

ঢাকা: করোনাভাইরাসের মধ্যেই ওমান থেকে দেশে ফিরলেন আরও ২৮৯ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা শাহজালালে এসে পৌঁছান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ওমান এয়ারের বিশেষ ফ্লাইটে ২৮৯ বাংলাদেশি শাহজালালে অবতরণ করেন। এছাড়া কুয়েত থেকে ২ ধাপে ২৪৭ জন জাজিরা এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ফিরেছেন।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার বাংলাদেশ বিমানের বিশেষ একটি বিমানে জাপান থেকে আসে ৫১ বাংলাদেশি। আর ২৭ এপ্রিল সোমবার কুয়েতের কারাগার থেকে মুক্তি পেয়ে আল জাজিরা এয়ারলাইন্স যোগে বাংলাদেশে আসে ১২৬ প্রবাসী বাংলাদেশি।

এছাড়া, গত ২৫ এপ্রিল ভারতের চেন্নায়তে আটকে পড়া ১৬৬ বাংলাদেশি দেশে ফেরেন। ২৬ এপ্রিল বাহরাইন থেকে আসেন ১৩৮ প্রবাসী বাংলাদেশি। ২৪ এপ্রিল করোনা মহামারীর মধ্যেই ওমান থেকে দেশে আসে বাংলাদেশি ২৯২ জন প্রবাসী শ্রমিক।

ওমান প্রবাসী বাংলাদেশি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর