Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক সুরক্ষা নিশ্চিতে ২৩০ কোটি টাকার অনুদান ইইউ’র


৩০ এপ্রিল ২০২০ ২০:৩০

ঢাকা: দেশের সামাজিক নিরাপত্তা সংস্কারে সরকারকে ২৩০ কোটি টাকার অনুদান দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপ অঞ্চলের দেশগুলোর জোট ইইউ’র ঢাকা কার্যালয় থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

দারিদ্র্য ও সামাজিক অসমতা দূর করা এবং টেকসই লক্ষ্য উন্নয়ন কর্মসূচি (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে ইইউ এ অনুদান দিয়েছে।

বার্তায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে ইইউ বাজেট সহায়তা দিতে গত বছরের জুনে সরকারের সঙ্গে সমাঝোতা স্মারক সই করে। সে হিসেবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রথমবারের মতো অর্থ ছাড় করল।

বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক বলেন, ‘সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ইউরোপ। নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক সংকট সৃষ্টির ঝুঁকি রয়েছে। তাই এ সময়ে সকলের নিরাপত্তা নিশ্চিত জরুরি।’

এ সময়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিতে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে থেকে সহযোগিতা করবে।

ইইউ ইউরোপিয় ইউনিয়ন করোনা করোনাভাইরাস সামাজিক দূরত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর