সুরক্ষা নিশ্চিত না করে শ্রমিকদের কাজে আনলে ঝামেলা বাড়বে: আইএলও
২৮ এপ্রিল ২০২০ ২২:১৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৩:২০
ঢাকা: নভেল করোনাভাইরাসের তাণ্ডবে গোটা পৃথিবী ধ্বংসের পথে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে কাজে ফিরিয়ে আনলে করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেছে আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংস্থাটির নেওয়া ত্রিমুখি কৌশল বাস্তবায়নের জন্য বাংলাদেশকে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জেনেভা থেকে আইএলও-এর এক বার্তায় সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে কর্মী বাহিনীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। করোনাকে মোকাবিলা করতে হলে সম্মুখসারির যোদ্ধাদের আগে সুরক্ষা নিশ্চিত করতে হবে। অভিবাসী কর্মী, দেশীয় কর্মীসহ যারা অর্থনৈতিকখাতের তৃণমূল পর্যায়ের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরসহ সকলেরই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।’
আইএলও’র বাংলাদেশ প্রতিনিধি টুমো পটিয়ানেন বলেন, ‘আইএলও বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মীবাহিনীর স্বাস্থ্য সুরক্ষায় তিন ধাপের কৌশল প্রণয়ন করেছে। যার প্রথম ধাপ হচ্ছে, করোনা মোকাবিলায় মালিকপক্ষ এবং কর্মীবাহিনীর মধ্যে আলাপ-আলোচনা করে সঠিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সঙ্গে যৌথভাবে আইএলও করোনা প্রতিরোধে যে গাইডলাইন প্রস্তুত করেছে, তা মেনে চলতে হবে। যাতে কর্মীদের মধ্যে করোনা সংক্রমিত না হয়। এই দুর্যোগে সকল শ্রেণির কর্মীদের ন্যায্যা মজুরি, স্বাস্থ্য ভাতাসহ সকল সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
টুমো পটিয়ানেন আরও বলেন, ‘করোনা দুর্যোগে ৬৫ মিলিয়ন কর্মীবাহিনীর খাদ্যসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইএলও বাংলাদেশ সরকারের পাশে রয়েছে।’