Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপন চাচির ১২ কোপে প্রাণ হারায় শিশুটি: পুলিশ


২৭ এপ্রিল ২০২০ ১৩:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চার বছরের শিশুকে নির্মমভাবে খুনের ঘটনায় তার চাচিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের ওপর আক্রোশ থেকে শিশুটিকে ১২ কোপে বীভৎসভাবে খুন করেছে এই নারী।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়িতে নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রেশমা আক্তার (২৫) শিশুটির বড় চাচা মো.হাশেমের স্ত্রী। নির্মম খুনের শিকার আবদুল্লাহ আল দিহান প্রবাসী দিদারুল আলমের ছেলে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে কলাপাতায় মোড়ানো পেট কাটা ও শরীরের বিভিন্নস্থানে জখম অবস্থায় দিহানের লাশ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সারাবাংলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। শুরু থেকেই রেশমার আচরণ আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে খুনের কথা স্বীকার করে। খুনের পর রান্নাঘরে লুকিয়ে রাখা ধারালো অস্ত্রটিও সে আমাদের বের করে দিয়েছে।’

ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে রেশমা জানিয়েছে, দিহানের মায়ের সঙ্গে তার স্বামী হাশেমের অবৈধ মেলামেশা একদিন দেখে ফেলে সে। এরপর ওই নারীর প্রতি আক্রোশ তৈরি হয়। দুপুরে দিহানকে একা পেয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে কুপিয়ে খুন করে। তারপর লাশ লুকিয়ে রেখে নিজেই রক্ত পরিষ্কার করে।’

দিহানের পেটে তিনটি, মুখে ৬টি, বুকে ২ টি এবং পিঠে একটিসহ মোট ১২টি কোপের চিহ্ন সুরতহাল প্রতিবেদনে এসেছে বলে জানিয়েছেন ওসি।

রেশমাকে দিহানকে খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

টপ নিউজ দিহান হত্যা ফটিকছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর