ভয়ে যুবকের মৃতদেহ নেয়নি স্বজনরা, পরে জানা গেলো করোনা নেগেটিভ
২২ এপ্রিল ২০২০ ১০:৪৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১০:৪৮
বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত যুবকের (৩২) লাশ নিতে আসেনি স্বজনরা। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ মৃতদেহের দায়িত্ব বুঝে নিয়ে নগরীর রূপাতলীতে জানাজা শেষে দাফন করে। পরে নমুনা পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনার শনাক্ত হয়নি।
মৃত যুবক মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ এলাকার বাসিন্দা। সে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিল।
বরিশাল কোতয়ালি মডেল থানারর উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনায় কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামের তত্ত্বাবধানে একদল পুলিশ মৃত যুবকের জানাজা শেষে দাফন কাজ সম্পাদন করে।
এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত যুবকের নমুনা পরীক্ষার রির্পোটে তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।