ঠাকুরগাঁওয়ে গম সংগ্রহ অভিযান শুরু
১৭ এপ্রিল ২০২০ ১৭:৫২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১৭:৫৩
ঠাকুরগাঁও: ১২ হাজার ৪৬১ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে গম সংগ্রহ অভিযান। আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি কেজি গম ২৮ টাকা দরে কৃষকের কাছে কেনা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।
চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছে গম নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যরা।