Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ‘ভালোবাসার উপহার’


১৬ এপ্রিল ২০২০ ১৬:১৬

লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে মেসার্স মোস্তফা অ্যান্ড কোং লিমিটেড। কোনো জমায়েত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখেই নিম্নবিত্ত ও হতদরিদ্রের মধ্যে ডাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান মশিউর রহমান সোহান বলেন, ‘গত কয়েকদিন ধরেই টানা ত্রাণ দেওয়া হচ্ছে। গত সোমবার, মঙ্গল ও বুধবার দিন-রাত উপজেলার শেখপুর, উত্তর চন্ডিপুর, দক্ষিণ চন্ডিপুর, বিঞ্চভল্লবপুর, শৈলখালী, বদরপুর, শ্যামপুর, শৌশালিয়া, জয়দেবপুর ও পৌর রতনপুর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তার প্রতিষ্ঠানের খাদ্যপণ্য সিএনজি এবং মোটরসাইকেলযোগে ডাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ খাদ্যসামগ্রীর প্যাকেট নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে।’

বিজ্ঞাপন

‘ভালোবাসার উপহার’ নামে এই প্যাকেটের খাদ্যসামগ্রী ইতোমধ্যে কমপক্ষে ৩০০ পরিবারকে দেওয়া হয়েছে বলেও জানান মোস্তফা অ্যান্ড কোম্পানির প্রধান মশিউর রহমান।

খাদ্যসামগ্রী বিতরণ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন সাংবাদিক আবু তাহের ও বেলায়েত হোসেন বাচ্চু।

অসহায় ঘরে ঘরে খাবার ত্রাণ বিতরণ দরিদ্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর