Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিপির ব্যাজ পরানো হলো বেনজীর আহমেদকে


১৫ এপ্রিল ২০২০ ১২:৩১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৪:২২

ঢাকা: পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন নতুন পুলিশ মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন ।

এর মধ্যে দিয়ে বেনজীর আহমেদ মহাপরিদর্শক পদে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।

এতদিন র‌্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর বুধবার থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইজিপি র‌্যাংক র‌্যাংক ব্যাজ