Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সৌদি প্রবাসীদের বাড়ি গিয়ে সহায়তা দিচ্ছে জেদ্দা কনস্যুলেট


১৩ এপ্রিল ২০২০ ১৯:১১

ঢাকা: করোনাভাইরাসের কারণে সৌদি আরবে লকডাউন এবং কারফিউ চলায় সেখানে অবস্থানরত প্রবাসীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করেছে জেদ্দায় বাংলাদেশিদের কনস্যুলেট। যার অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) থেকে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সল আহমেদ এবং তার সহকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সহায়তা পৌঁছে দেবার কার্যক্রম শুরু করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক বার্তায় বলা হয়, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যেসকল প্রবাসী বাংলাদেশি খাদ্যসংকটে পড়েছেন; বিশেষ করে কর্মহীন হয়ে পড়ায় যারা প্রচণ্ড আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের মাঝে জেদ্দা কনস্যুলেট জেনারেল বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

‘যার অংশ হিসেবে সোমবার থেকে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সল আহমেদ এবং তার সহকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সহায়তা পৌঁছে দেবার কার্যক্রম শুরু করেছেন।’ উল্লেখ করে বার্তায় বলা হয়, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদিআরবে লকডাউন এবং কারফিউ জারি করা হয়েছে। এ অবস্থায় সৌদি সরকারের বিশেষ অনুমতি নিয়ে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সহায়তা পৌঁছে দেবার কার্যক্রম শুরু হয়েছে।

কারফিউ-এর কারণে প্রবাসীরা গৃহবন্দি অবস্থায় থাকায়, জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল প্রবাসীদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এছাড়া প্রবাসীদের নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, ‘ইতোমধ্যে জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল জেদ্দা ও পশ্চিমাঞ্চলে দুর্দশাগ্রস্থ প্রবাসী বাংলাদেশিদের তথ্য কনস্যুলেটকে সরবরাহ করার আহবান জানিয়েছেন। এপ্রেক্ষিতে বিপুল সংখ্যক প্রবাসী সাহায্যের জন্য আবেদন করেছেন। বিপদ্গ্রস্থ যেসব প্রবাসী এখনো আবেদন করেননি তাদের অবিলম্বে আবেদন করার আহবান করেছেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সল আহমেদ।’

সারাবাংলা/জেআইএল/এমআই

কনস্যুলেট করোনা জেদ্দা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর