ঝালকাঠিতে এক পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত
১২ এপ্রিল ২০২০ ০২:১৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০২:৩৩
ঝালকাঠি: ঝালকাঠিতে একই পরিবারের তিন জনের শরীর করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের বাড়িসহ আশপাশের বাড়িগুলোও লকডাউন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, জেলার বেশ কয়েকজনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে তিন দফায় মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এখন পর্যন্ত আমাদের ২৯টি নমুনা পরীক্ষার ফল জানানো হয়েছে। এর মধ্যে ২৬টির ফল নেগেটিভ এসেছে, পজিটিভ এসেছে বাকি তিনটি। বাকি রিপোর্টগুলো এখনো পাওয়া যায়নি।
শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, শনিবার আমাদের জানানো হয়, জেলার তিন জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা তিন জনই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। এছাড়া ওই বাড়ির আশপাশের কয়েকটি বাড়িও লকডাউন করা হয়েছে।
একই পরিবারের ৩ জন করোনাভাইরাসের উপস্থিতি করোনায় আক্রান্ত ঝালকাঠি