Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ প্রচণ্ড ধূলিঝড়ে রাজধানীতে কুয়াশার আবহ


১১ এপ্রিল ২০২০ ২৩:০৮

ফাইল ছবি

ঢাকা: সন্ধ্যারাতে রাজধানীজুড়ে বড় আকারের ধুলি ঝড় বয়ে গেছে। ঝড়ের গতিবেগে রাস্তা এবং আশেপাশে থাকা বৃক্ষরাজি হেলে পড়ছিল। আর ধূলোমাখা বাতাস তৈরি করছিল কুয়াশার আবহ। তবে করোনভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যার পর চলাচলে বিধিনিষেধ থাকায় রাজধানীর বাসিন্দারা ছিল ঘরবন্দি।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌনে আটটায় শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর প্রায় ঘণ্টাব্যাপী এই ধূলিঝড় স্থায়ী ছিল রাজধানীতে।

বিজ্ঞাপন

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। দিনভর আকাশ পরিচ্ছন্ন এবং রোদ ঝলমল থাকলেও সন্ধ্যা রাতের সঙ্গে তা ছিল বেশ বেমানান।

ঝড় বয়ে যাওয়ার রাজধানীর প্রগতি সরণি সড়ক পার হতে গিয়ে দেখা গেছে, প্রবল বাতাসের তোড়ে ধূলা উড়ছে। সড়কে চলাচল করা দুয়েকটি যানবাহন আশেপাশে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা ছিল, ঢাকাসহ পাঁচ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে।

কুয়াশা ধূলিঝড় রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর