Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় নাট্য নির্মাতা করোনাভাইরাসে আক্রান্ত


১০ এপ্রিল ২০২০ ২১:১২ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ২৩:১৪

ঢাকা: করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ঢাকার এক নাট্য নির্মাতা। তিনি নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের একজন সদস্যও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নাট্য নির্মাতার শরীরে করোনার উপস্থিতি মেলে।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু শুক্রবার (১০ এপ্রিল) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

সালাউদ্দিন লাভলু সারাবাংলাকে বলেন, ‘আমাদের এক সহকর্মী আক্রান্ত। আমরা সার্বক্ষণিকভাবে তার খোঁজ-খবর নিচ্ছি। তার শারীরিক অবস্থা ভালো বলে চিকিৎসকরা তাকে মাইল্ড সিমপম্প আছে। তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশা করছি।’

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বুলেটিনে জানানো হয় ২৪ ঘণ্টায় ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ছিলেন এই নাট্য নির্মাতা।

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ডিরেক্টরস গিল্ড নাট্য নির্মাতা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর