Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শবে বরাতে নিজ ঘরে ইবাদত করুন: আহমদ শফী


৮ এপ্রিল ২০২০ ২১:২৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২০ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো: শবে বরাতের রাতে মসজিদে না গিয়ে নিজ নিজ ঘরে একাকি ইবাদত করার জন্য দেশবাসী প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তি‌নি এ আহ্বান জানিয়েছেন

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানী গণমাধ্যমে এই বিবৃতি এ তথ্য জানান।

বৃহস্পতিবার শবে বরাতের রাতকে সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘ম‌হিমা‌ন্বিত রজনী হি‌সে‌বে মুস‌লিম সমা‌জে শ‌বে বরা‌তের গুরুত্ব অনেক। এ রা‌তে মানুষ ইবাদত ব‌ন্দেগী‌তে সময় পার করেন এবং ‌দি‌নে রোজা রা‌খেন। আল্লাহর দরবা‌রে ক্ষমা প্রার্থনা ক‌রে, কান্নাকা‌টি ক‌রে শ‌বে বরাত পালন করেন।’

‘কিন্তু ক‌রোনাভাইরাসের ক্ষ‌তি থে‌কে বাঁচ‌তে বর্তমা‌নে অ‌নেক জেলা-উপ‌জেলায় লকডাউন ঘোষণা করা হ‌য়ে‌ছে। এম‌নকি মস‌জি‌দে পাঁচ ওয়াক্ত নামা‌জের জামা‌তে সীমিত উপ‌স্থি‌তির পরামর্শ দি‌য়ে‌ছেন দে‌শের শীর্ষ আ‌লেম সমাজ। এই প‌রি‌স্থি‌তি‌তে একাকিভা‌বে শ‌বে বরা‌তের যাবতীয় আমল ঘ‌রে করা উচিত। আর সুন্নাহর তাকাজাও এটাই।’

শবে বরাতের রাতে বিশ্বব্যাপী ছ‌ড়ি‌য়ে পড়া ক‌রোনাসহ সকল রোগ থে‌কে মুক্তির জন্য বি‌শেষ দোয়ার আহ্বান জানিয়ে শফী বলেন, ‘শ‌বে বরা‌তে একাকি ইবাদত করা রাসূলের সহীহ হাদীস ও সাহাবী‌দের আমল থে‌কে প্রমা‌ণিত। তাই বেশি বে‌শি কুরআন তেলাওয়াত করুন। নি‌জে‌দের কৃত গুনাহ থে‌কে তওবা করুন। মহান আল্লাহর দরবা‌রে কায়ম‌নোবাক্যে ক্ষমা প্রার্থনা করুন। যিকির করুন। দান-সদকা করুন। কবর জেয়ারত করুন। প‌রিবার প‌রিজন‌কে দ্বী‌নি কা‌জে বে‌শি বে‌শি সম্পৃক্ত করুন।’

বিজ্ঞাপন

হেফাজত আমির আরও বলেন, ‘শ‌বে বরাতকে কেন্দ্র ক‌রে আমা‌দের দে‌শে বেশ কিছু কুসংস্কার চালু হ‌য়ে‌ছে। অনে‌কে হালুয়া রু‌টির ব্যবস্থা ও মস‌জিদ আলোকসজ্জা করে থা‌কেন। নি‌র্দিষ্ট প‌রিমা‌ণ রাকা‌তে জামাত সহকা‌রে নামাজ প‌ড়ে থা‌কেন। এসব বিদআত কাজ। বাড়াবা‌ড়িতে না গি‌য়ে ‌নিজ নিজ ঘ‌রে একাকি ইবাদ‌তের মাধ্য‌মে শ‌বে বরাত পালন করা উ‌চিত।’

আল্লামা শফী দোয়া মোনাজাত শফী শবে বরাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর