Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অ-১৭ বিশ্বকাপ স্থগিত


৪ এপ্রিল ২০২০ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের কারণে জনজীবন এখন স্থবির। সেই সঙ্গে স্থবিরতা নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। এর মধ্যেই উয়েফা তাদের ২০২০ সালের ইউরো এবং কনমেবল তাদের কোপা আমেরিকা স্থগিত করেছে। এবার সেই মিছিলে যুক্ত হলো চলতি বছরে ভারতে বসতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপও।

২০২০ সালের নভেম্বরে ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আসর বসার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, বিশ্বজুড়ে চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির কারণে এই প্রতিযোগিতা স্থগিত করার হলো।

নভেম্বরের ২ তারিখে ভারতে অনূর্ধ্ব-১৭ নারীদের এই বিশ্বকাপে শুরু হওয়ার কথা ছিল। আর শেষ হওয়ার কথা ছিল ২১ নভেম্বর। কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আমদাবাদ ও নবি মুম্বই, এই পাঁচ ভেন্যুতে ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতিও ছিল। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

তবে করোনাভাইরাসের প্রকোপে ফিফা কনফেডারেশনস ওয়ার্কিং গ্রুপ এই টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। করোনার প্রভাব খতিয়ে দেখার উদ্দেশে এই গ্রুপকে তৈরি করা হয়েছে। তারা ফিফা কাউন্সিলকে নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পাশাপাশি নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত রাখার প্রস্তাব দেয়। অগস্ট-সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পানামা ওকোস্টা রিকায়। ফিফার পক্ষ থেকে এই দুই প্রতিযোগিতার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

আরো