‘ত্রাণের দায়িত্ব শুধু সেনা ও নৌবাহিনীর’ এমন খবর সঠিক নয়
৩ এপ্রিল ২০২০ ২৩:৪১ | আপডেট: ৪ এপ্রিল ২০২০ ১১:২৫
ঢাকা: করোনা পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের সরকার যে ত্রাণ দিচ্ছে তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও নৌবাহিনীকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা গুজব ও বানোয়াট বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে জানানো হয়, ‘এখন থেকে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
এভাবে অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি।
অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।