Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুস্থদের মাঝে একদিনের বেতন দেবে ইবি


৩ এপ্রিল ২০২০ ১৬:৫৭

ফাইল ছবি

কুষ্টিয়া: গরিব দুস্থদের কথা ভেবে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।

শুক্রবার ( ৩ এপ্রিল) ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে শিক্ষক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি আমরা সকলেই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর