Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুইসের বিদায়ে বিসিবির শোক


২ এপ্রিল ২০২০ ২২:২০ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ০৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম উদ্ভাবক টনি লুইস। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের বৈপ্লবিক এই পদ্ধতির উদ্ভাবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘টনি লুইস এমন একটি পদ্ধতি উদ্ভাবন করে ক্রিকেট খেলাটার বিপ্লব ঘটিয়েছেন যা বিঘ্নিত আবহাওয়ার ম্যাচগুলোর নিষ্পত্তির ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত হিসেবে বিবেচিত। তার অবদান চিরকাল স্মরণ থাকবে।’

সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে নিয়ে ১৯৯৭ সালে ওয়ানডে ক্রিকেটের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি উদ্ভাবন করেন টনি লুইস। এই ফর্মুলায় বৃষ্টির বিঘ্নিত ম্যাচে যারা পরে ব্যাটিং করবে তাদের লক্ষ্য বের করা হয়। ১৯৯৯ সালে আইসিসি আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতি গ্রহণ করে।

বিজ্ঞাপন

পরে অস্ট্রেলিয়ার অধ্যাপক স্টিভেন স্টার্ন এই পদ্ধতির হিসেব হালনাগাদ করেন। ২০১৪ সালে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির নাম পরিবর্তন করে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন বা ডিএলএস নামকরণ করা হয়।

টনি লুইস ১৯৪২ সালের ২৫ ফেব্রুয়ারি বল্টনের ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো