Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মেডিকেলেও করা যাবে করোনা শনাক্তের পরীক্ষা


২ এপ্রিল ২০২০ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, নমুনা পেলে এখন এই হাসপাতাল থেকেই করা যাবে করোনার পরীক্ষা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম নুরুন্নবী এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যে ২৪০টি কিট আনা হয়েছে। এতে কয়েকশ ব্যক্তির নমুনা পরীক্ষা করা যাবে।’

পরীক্ষার জন্য কোনো মূল্য নেওয়া হবে না বলেও জানান কর্তৃপক্ষ।

এর আগে, গত সপ্তাহে আইইডিসিআর থেকে আসা করোনা শনাক্তকরণ মেশিন পিসিআর স্থাপনের কাজ শেষ হয়।

বিজ্ঞাপন

আরো