Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস ইস্যুতে স্থগিত বারুনীর স্নান


২৯ মার্চ ২০২০ ২৩:১৮

স্পেশাল করেসপনডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্থগিত করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বারুনীর স্নান ও অষ্টমী পূজা। আগামী ১ এপ্রিল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের বাড়িতে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি সারাবাংলাকে জানান, ১ এপ্রিল ওড়াকান্দিতে যে স্নান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

এছাড়া দেশজুড়ে জনসমাগম এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই দিন (১ এপ্রিল) নিজ নিজ ঘরে থেকে ব্রহ্মমুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে ভোর ৪টা ১৯ মিনিট থেকে ৫টা ১৭ মিনিটের মধ্যে প্রার্থনা করে বিশ্ব শান্তির জন্য মঙ্গল কামনা করতে সকল সনাতন ধর্মালম্বীদের প্রতি আহবান জানান।

এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর সংবাদ সম্মেলন করে উৎসব স্থগিত করার সিদ্ধান্ত জানান।

উল্লেখ্য, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে সাধক হরিচাঁদ ঠাকুরের বাড়িতে প্রায় ২০০ বছর ধরে এই স্নান উৎসব ও অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে অনুষ্ঠিত এই উৎসবে লাখো মানুষের সমাগম হয়। পূণ্য লাভের আশায় হরিচাঁদ ঠাকুরের অনুসারী ছাড়াও অন্যান্য হিন্দু ধর্মানুসারীরা এই উৎসবে যোগ দেন। এবারই প্রথম করোনাভাইরাস প্রতিরোধে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।

সারাবাংলা/জেআর/এমআই

করোনা বারুনী স্নান স্থগিত

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর