Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে অফিস-আদালত অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা


২৯ মার্চ ২০২০ ১০:৪৪ | আপডেট: ২৯ মার্চ ২০২০ ১৩:০৮

জেদ্দা: সৌদি আরবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত, গণপরিবহনসহ অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা আগে পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এখন বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। শনিবার (২৮ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৯ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০৩ জনের।

রিয়াদে সর্বোচ্চ সংখ্যক ৪১ জন আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যাক্তি একজন সৌদি নাগরিক বলে জানা গেছে।

করোনাভাইরাসে দেশটিতে নতুন কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। নতুন আরও দুইজন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ৩৭ জন।

করোনাভাইরাস কোভিড-১৯ জেদ্দা বন্‌ধ সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর