Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল


২৬ মার্চ ২০২০ ০৮:২১ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ১১:৫৩

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে

করোনাভাইরাসে দীর্ঘ হচ্ছে ইতালিতে লাশের মিছিল। সময় যত যাচ্ছে, দেশটিতে ততই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৫০৩ জন।

বুধবার (২৫ মার্চ) দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

এছাড়া ইতালিতে বুধবার করোনায় আক্রান্ত ১ হাজার ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সরকারি হিসাব মতে এ পর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এখনো চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোগীর অবস্থা সংকটাপন্ন।

শুধু ইতালির উত্তরাঞ্চলের লোম্বার্ডি অঞ্চলেই আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৪৬ জন। আর মারা গেছে ৪ হাজার ৪৭৪ জন। করোনায় ইতালিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে লোম্বর্ডি অঞ্চলটি।

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ৫৪৯ জন ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৯৮৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ১৫৭ জন।

সারাবাংলা/এমআই

ইতালি টপ নিউজ দীর্ঘ হচ্ছে লাশের মিছিল