Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ছুটি বেড়েছে ৯ দিন


২৫ মার্চ ২০২০ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি আরও ৯ দিন বেড়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী এই ছুটি ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। ছুটির সময়সীমা বাড়ায় ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা কার্যক্রম।

বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এ ছুটির আওতামুক্ত থাকবে

বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে করোনাভাইরাস নিয়ে সৃষ্ট উদ্বেগের কথা মাথায় রেখে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন